তুমুল উত্তেজনা হাওড়ার বেলগাছিয়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধাক্কাধাক্কিতে পুলিশ তাঁকে রক্তাক্ত করেছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা বলেছেন, "আমাকে রক্তাক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই রক্ত গুছিয়ে রাখলাম।"হাওড়ার বেলগাছিয়ায় একাধিক বাড়িতে ক্রমশ বাড়ছে ফাটল। বিরাট বিপদের আশঙ্কায় রীতিমতো আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা। বিরোধী দলনেতা এলাকা ঘুরে দেখার সময় ব্যাপক হট্টগোল বাধে পুলিশের সঙ্গে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধী দলনেতার। ধস্তাধস্তির সময় তিনি রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।