New Update
দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ইসকনের রাধারমণ দাস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন রাধারমণ দাস। এই রাধারমণ দাসকে মমতার পাশে দেখে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির শুভেন্দু অধিকারী। রাধারমণ দাসকে নিয়ে শুভেন্দু বলেন, 'মাননীয় রাধারমণ দাসকে দেখে আমার লজ্জা লেগেছে। শ্রীলা প্রভুপাদ ইসকন তৈরি করেছিলেন চৈতন্য দেবের ভাবধারায়। চৈতন্য দেব তিনবারের বেশি পুরীতে গিয়েছেন। পুরীধাম নিয়ে চৈতন্য দেবের যে কথা আছে, তা তিনি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মাধ্যমে। মুখ্যমন্ত্রী রথ নিয়ে ভুল কথা বলেন, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না?'