Suvendu Adhikari: সন্দেশখালির মঞ্চ থেকে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari slams Mamata Banerjee: বিরোধী দলনেতা আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি গেলে তিনি পরের দিনেই সেখানে যাবেন। তবে সন্দেশখালির অতীত যে শুভেন্দু ভুলতে দেবেন তা তিনি স্পষ্ট করেছেন। সন্দেশখালির ঘটনার 'বদলা' নেবেন বলে, সেখানে জনসংযোগ সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari slams Mamata Banerjee: বিরোধী দলনেতা আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি গেলে তিনি পরের দিনেই সেখানে যাবেন। তবে সন্দেশখালির অতীত যে শুভেন্দু ভুলতে দেবেন তা তিনি স্পষ্ট করেছেন। সন্দেশখালির ঘটনার 'বদলা' নেবেন বলে, সেখানে জনসংযোগ সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update

শুভেন্দু অধিকারী দাবি করেছেন, "বসিরহাট লোকসভার সাংসদ হওয়া রেখা পাত্রের শুধু সময়ের অপেক্ষা। তিনি বলেন, "রেখা মামলা করেছে। হাজি নুরুলের নোমিনেশন ডিফেক্টিভ। একই গ্রাউন্ডে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের বীরভূমের নমিনেশন কেটেছে। আর এখানে মমতার আমলারা পার পেয়ে যাবে? কয়েকদিন আগে হেয়ারিং ছিল। রাজ্য সরকার হলফনামা জমা দিতে গিয়েছিল। বিচারপতি হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে। নিশ্চিন্তে থাকুন বিজেপির সাংসদ হবে। চিরদিন কারও সমান যায় না।"

Mamata Banerjee west bengal politics Suvendu Adhikari Sandeshkhali West Bengal News Suvendu Adhikary west bengal latest news