Electric Bike: লাগবে না কোন ড্রাইভিং লাইসেন্স! প্রতি কিমি খরচ মাত্র ১০ পয়সা, পরিবহনে বিপ্লব আনল এই ই-বাইক

Electric Bike: দেশে দিনে দিনে বেড়েই চলেছে ইলেকট্রিক বাইক-স্কুটারের ক্রেজ। সম্প্রতি একের পর এক সংস্থা তাদের নজর কাড়া ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করে চলেছে। তালিকায় এবার যোগ দিল Essel Energy-এর নয়া ইলেকট্রিক ভেহিকেল

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
E Bike GET 1

লাগবে না কোন ড্রাইভিং লাইসেন্স! প্রতি কিমি খরচ মাত্র ১০ পয়সা, পরিবহনে বিপ্লব আনল এই ই-বাইক Photograph: (ফাইল চিত্র)

Electric Bike: প্রতি কিলোমিটারে খরচ হবে ১০ পয়সা! পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনল এই Electric Bike! 

Advertisment

দেশে দিনে দিনে বেড়েই চলেছে ইলেকট্রিক বাইক-স্কুটারের ক্রেজ। সম্প্রতি একের পর এক সংস্থা তাদের নজর কাড়া ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করে চলেছে। তালিকায় এবার যোগ দিল Essel Energy-এর নয়া ইলেকট্রিক ভেহিকেল E Bike GET 1...!  

ই-বাইক সাধারণ ভাবে পেট্রোল খরচ থেকে মানুষকে মুক্তি দিয়েছে। পকেট খরচ বাঁচাতে সমাজের একটা বড় অংশের মানুষ ভরসা রাখছেন ইলেকট্রিক স্কুটার, বাইকের উপর। তবে অনেক ক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারের আকাশছোঁয়া দামের কারণে অনেকেই তা কিনতে সাহস পান না। তবে এবার রীতিমত সস্তায় ই-বাইক লঞ্চ করে শোরগোল ফেলে দিয়েছে Essel Energy । 

মিডিয়া রিপোর্ট অনুসারে, এই বাইকটি দুটি ভিন্ন ব্যাটারি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে - 13Ah এবং 16Ah। যার ক্ষমতা ৪৮ ভোল্ট এবং ২৫০ ওয়াট। বাইকটির ওজন মাত্র ৩৯ কেজি। এই বাইক চালানোর জন্য, কোনও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই।

Advertisment

একবার সম্পুর্ণ  চার্জে পাবেন ৫০ কিলোমিটারের দীর্ঘ রেঞ্জ। পাঁচ ঘন্টার মধ্যে এই ই-বাইকের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। দামের কথা বলতে গেলে, বাজারে GET 1 16Ah ব্যাটারি প্যাকটি 43,500 টাকায় এবং 13Ah ব্যাটারি প্যাকটি 41,500 টাকায় পাওয়া যাচ্ছে। এই ই-বাইকে রয়েছে ডাবল শকার সাসপেনশন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। আপনি এই ই-বাইককে রিমোটের মতো চালু এবং বন্ধ করতে পারেন। এতে প্রজেক্টর লেন্সের হেডলাইট, টেইল লাইট, ইন্ডিকেটর, স্টোরেজ স্পেস রয়েছে।

Valentine's Day-তে অফারের বন্যা, প্রিমিয়াম স্মার্টফোনের দামে বিরাট কাটছাঁট

Electric scooter Electric Vehicle