Advertisment

Tibet Earthquake: ভূমিকম্পের পর আফটার শকে বিধ্বস্ত তিব্বত, তছনছ ঘরবাড়ি, আহত বহু মানুষ

Tibet Earthquake: তিব্বতে ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬। জখম আরও অনেকে। গতকালের ভূমিকম্পের ফলে কেঁপেছে ভারত, নেপাল, ভুটানও।

author-image
IE Bangla Web Desk
New Update

মঙ্গলবার সাত সকালে একের পর এক ৬টা ভূমিকম্প। যার মধ্যে একটি কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.১। শক্তিশালী ভূমিকম্পের জেরে বিধ্বস্ত তিব্বত। ভূকম্পে মৃত্যুমিছিল অব্যাহত। তিব্বতে ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬। জখম আরও অনেকে। গতকালের ভূমিকম্পের ফলে কেঁপেছে ভারত, নেপাল, ভুটানও।

earthquake Earthquake in India
Advertisment