TMC leader shot dead: তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় শোকস্তব্ধ মালদা

TMC leader Babla Sarkar shot dead: মালদার জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর শুক্রবার শেষকৃত্য সম্পন্নের আগে বিভিন্ন জায়গায় মরদেহ রেখে শ্রদ্ধা জ্ঞাপন করা হল।

TMC leader Babla Sarkar shot dead: মালদার জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর শুক্রবার শেষকৃত্য সম্পন্নের আগে বিভিন্ন জায়গায় মরদেহ রেখে শ্রদ্ধা জ্ঞাপন করা হল।

author-image
IE Bangla Web Desk
New Update

মালদার জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর শুক্রবার শেষকৃত্য সম্পন্নের আগে বিভিন্ন জায়গায় মরদেহ রেখে শ্রদ্ধাজ্ঞাপন করা হল। শুক্রবার ইংরেজবাজার শহরের অধিকাংশ এলাকার দোকানপাট ছিল বন্ধ। এদিন মালদা মেডিকেল কলেজ থেকে তৃণমূল নেতার দেহ নিয়ে যাওয়া হয় শহরের মহানন্দাপল্লী এলাকায়। তারপরে পার্টি অফিসে মৃত বাবলা সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর ইংরেজবাজার পুরসভাতেও একইভাবে নিয়ে আসা হয় তৃণমূল নেতার মরদেহ।

tmc West Bengal Malda West Bengal News Shot Dead