New Update
বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। উপনির্বাচন জিতেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সিপিএমকে আরজিকরের ঘটনা নিয়ে রীতিমত তুলোধনা করলেন। বামেদের বিঁধে বললেন, 'এবার আর কবে শূন্য থেকে এক হবে!'