বাংলাদেশ পরিস্থিতি দিনে দিনে খারাপ থেকে খারাপ হচ্ছে।ট্রাম্প ক্ষমতায় আসার পর নানা ধরনের জল্পনা চলছিল। বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে। বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম- এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্পের থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের সংকটের নেপথ্যে আমেরিকার কোনও ভূমিকা আছে কিনা, আমেরিকা কোনও কলকাঠি নেড়েছিল কিনা। যে অভিযোগটা বিভিন্ন মহল থেকে মাঝেমধ্যেই শোনা যায়। যদিও সেই দাবি খারিজ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের সমস্ত বিষয় প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম।’