New Update
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হুথিদের উপর মার্কিন বিমান হামলার ড্রোন ফুটেজ শেয়ার করেছেন, যেখানে অনেক হুথি যোদ্ধা মারা গিয়েছে বলে খবর। সেই ভিডিওটি শেয়ার করে ট্রাম্প ক্যাপশনে লিখেছেন "উপস।" এই হামলাটি ছিল লোহিত সাগরে মার্কিন জাহাজে হুথিদের হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জবাব। সশস্ত্র গোষ্ঠীটির উপর হামলার হাড়হিম ভিডিও শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট। একটা বোমাতেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সারি দিয়ে দাঁড়ানো হুথি যোদ্ধারা! ট্রাম্প আরও লেখেন, "ওরা কখনও আর আমাদের জাহাজ ডোবানোর সাহস দেখাবে না।" ভিডিওতে দেখা গিয়েছে, একটি জায়গায় সারি দিয়ে দাঁড়িয়ে ছিল হুথির সদস্যরা। চোখের পলক ফেলতেই একটি বোমা আছড়ে পড়ে। সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় জায়গাটি।