ব্যথা কমল, বীরভূমের তরুণীর পেট থেকে উদ্ধার ১.৬ কেজি গয়না!
আবাক কাণ্ড! পেটে খুব ব্যথা, তাই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন বীরভূমের রুনি খাতুন। ডাক্তারবাবু বেশ কয়েকবার পরীক্ষা করে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। এরপর পেট কাটতেই চক্ষু চড়ক গাছ শল্য চিকিৎসকদের। পেটের মধ্যে তো রীতিমতো অলঙ্কারের দোকান সাজিয়ে বসেছেন রুনি খাতুন! রোগীর পেট থেকে এক এক করে মেলে অসংখ্য গয়না-সহ ৯০টি ১০টাকা ও […]