Advertisment

প্রচন্ড গরমে বাচ্চাদের নিয়ে জল খেতে এলেন সিংহবাহিনী

ভোটের উত্তাপের মাঝেই তৃষ্ণার্ত সিংহবাহিনীর একযোগে তৃষ্ণা নিবারণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update

একে বৈশাখের গরম, তার উপর ভোটের উত্তাপ সব মিলিয়ে ঝাঁঝাঁ গরমে প্রাণপাখি যখন ফুড়ুৎ হবে হবে সেই সময় এক পুকুর জল যদি চোখে পড়ে, সে স্বর্গ ছাড়া আর কিছু নয়। সেই স্বর্গকে খুঁজে নিতে এসে এমন ভাইরালের খপ্পরে পড়বেন জানতেন না তারা।

Advertisment

ভোটের উত্তাপের মাঝেই তৃষ্ণার্ত সিংহবাহিনীর একযোগে তৃষ্ণা নিবারণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গির অরণ্যতে জল সংকট অনেকদিনের, তবুও টনক নড়েনি বনকর্মীদের, অগত্যা জল খুঁজতে খুঁজতে এই বানানো পুকুরটিতেই শাবকদের নিয়ে তেষ্টা মেটালেন সিংহীরা। একজন দুজন নয়, সবমিলিয়ে মোট ১৪ জনের কাছাকাছি ছিল সংখ্যাটি।

আমেরলীর এই ঘটনায় বিভিন্ন মত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।

publive-image

প্রসঙ্গত, দু'বছর আগে মে মাসে এমন একটি ঘটনাই ঘটেছিল গুজরাটে। সেই বার ছিল দশজনের একটি দল। গির অরণ্যর বনদপ্তরের বাঘ সুমারি অনুযায়ী গুজরাটে এখন বাঘের সংখ্যা সাতশোর কাছাকাছি। তবে সমগ্র ঘটনাটিকে বনদপ্তরের নজরে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদসংস্থা থেকে জানা যায়।

viral
Advertisment