New Update
Advertisment
অনেক তো আতিফ আসলামের গান শুনেছেন, এবার শুনুন খুদে কণ্ঠে সেই গান। চলতি বছর টাইগার জিন্দা হ্যায়-র 'দিল দিয়া গাল্লা' গানটি রীতিমতো জনপ্রিয় হয়েছিল। আতিফ আসলামের কণ্ঠে এই গান এখনও রেডিও-তে বাজছে। এবার এই গানই শোনা গেল পাকিস্তানের এক খুদের গলায়। আর্শমান নঈমের গাওয়া গান ফেসবুকে ভাইরাল হয়েছে। এখনও না শুনে থাকলে এই সুযোগে শুনে ফেলুন এ গান।