New Update
Advertisment
সোশ্যাল মিডিয়া মেতেছে সোনমের বিয়ে নিয়ে, পাশাপাশি টেন্ড্রিংয়ে রয়েছে আরও একটি বিয়ের ভিডিও। তবে তা সোনম কাপুরের নয়। একেবারে তারকাহীন সাদামাটা সেই বিয়ে তবুও ভাইরালের তালিকায় মাথা গলাতে পেরেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে কনে তাঁর হাতের ফুলের বোকেটিকে ছুড়ে দিচ্ছেন ওপর দিকে। আর সে বোকের ধাক্কায় একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে ছাদের একাধিক টালি। ঘটনায় আহত হয় বেশ কিছু নিমন্ত্রিত সদস্য। ঘটনাটি ঘটেছে চিনের একটি শহরে।