মালিককে যেন সে চোখে হারাচ্ছিল। কাজের জন্য চোখের আড়াল হয়েছিলেন মালিক। কাজ বলতে যেমন তেমন নয়, টেলিভিশনে সাক্ষাৎকার। হ্যাঁ, আসলে মালিক হলেন এক অধ্যাপক। রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে ক্যামেরার সামনে বসেছেন। সাক্ষাৎকারের বিষয় পোল্যান্ড। পোল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন মালিক ব্যাখ্যা দিতে শুরু করেছেন, তখনই কোনওভাবে ব্যাপারটা দেখে ফেলে সে। ব্যস, আর দেরি করেনি, সটান ক্যামেরার ফ্রেমের মধ্যে ঢুকে মালিকের ঘাড়ে উঠে পড়া। তার এমন কীর্তি দেখে অধ্যাপকের মুখে হাল্কা হাসির রেখা খেলল ঠিকই, কিন্তু সাক্ষাৎকার দিতে গিয়ে এক সেকেন্ডের জন্যও খেই হারালেন না। তাঁর নাম ড. জেরি টারগালস্কি। এবং পোল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমত গোটা শোয়ের ফুটেজ খেল যে, তার নাম লিসিও। লিসিও আর কেউ নয়, ওই অধ্যাপকের আদরের বেড়াল। আদরের পোষ্যের এহেন কেরামতি এই মুহূর্তে সোশ্যাল দুনিয়ায় নজর কেড়েছে সবার।
The Polish historian & political scientist Jerzy Targalski remained completely unruffled during our interview when this happened????????????♂️ pic.twitter.com/4dLi16Pq1H
— Rudy Bouma (@rudybouma) July 7, 2018