বাবাকে শিক্ষা দিতে কার্নিশে ঘুম ১২ বছরের ছেলের! দেখুন ভাইরাল ভিডিও

চিনের এক শহরে কার্নিশে ঘুমোতে দেখা গেল এক বারো বছরের ছেলেকে। সে দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ এলাকার লোকজনের।

চিনের এক শহরে কার্নিশে ঘুমোতে দেখা গেল এক বারো বছরের ছেলেকে। সে দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ এলাকার লোকজনের।

author-image
IE Bangla Web Desk
New Update

অঞ্জলি ঝা

চিনের এক শহরে কার্নিশে ঘুমোতে দেখা গেল এক বারো বছরের ছেলেকে। সে দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ এলাকার লোকজনের। একবার যদি ঘুমের মধ্যে পাশ ফিরতে যায়, তাহলে কী হবে ভেবে আঁতকে উঠলেন সবাই। খবর গেল দমকলে। উদ্ধার করার সময়ে ভালো ছেলের মতো চুপচাপ নেমেও এল সে। কিন্তু কেন এমন ডানপিটেপনা? সে উত্তর জানলে চমকে যেতে হবে।

Advertisment

আরও পড়ুন : এ কী কান্ড! দুঃসাহসী টপকালেন কলকাতা মেট্রোর লাইন, দেখুন ভিডিও।

Advertisment

ঘুমোনোর সময়ে বকাবকি করে ছেলেকে তুলে দেন বাবা। তাতে বাবার ওপর বেজায় খাপ্পা হয়ে যায় কিশোর। সটান কার্নিশে নেমে গিয়ে শুয়ে পড়ে। বাকি ঘুমটা সেরেও নিচ্ছিল তোফা। তবে তারই মাঝে দমকল এসে আবার তার ঘুম ভাঙায়। এবং দিব্যি ভাল ছেলের মতো নিচে নেমেও আসে সে।

আরও পড়ুন : দৃষ্টিকোণের পর ‘লক্ষ্মীটি’র প্যারোডি হল ভাইরাল, দেখুন ভিডিওটি!

তবে এবারের বাকি ঘুম সে কোথায় সেরেছিল, তা অবশ্য জানা যায়নি।

অনুবাদ : অরুণিমা কর্মকার

viral