New Update
গোটা দেশ যখন লোকসভা নির্বাচন নিয়ে সরগরম, তখন কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বিহারের একজন বাসিন্দা। তিনি পেশায় মুটে। কে সিংহাসনে বসবে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই তাঁর। শুধু কাজের সন্ধান চায় সে। এক সংবাদ মাধ্যমের কাছে তার চাহিদার কথা ইংরেজিতে জানায় ওই ব্যাক্তি। মজুরকে গড়গড়িয়ে ইংরেজি বলতে শুনে তাজ্জব বনে গেছেন নেট নাগরিকরা। বিহারের ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিলেন তিনি। কাজ নেই, তাই অগত্যা পেট চালানোর জন্য বেছে নিয়েছেন মজদুরির কাজ।
Advertisment
Read the full story in English