আইপিএল মরশুমে গান ধরেছেন ঢিং চ্যাক পূজা

বেসুরো গেয়ে খ্যাতিলাভ করা ঢিং চ্যাক পূজা এবার পড়লেন ধোনিকে নিয়ে। ধোনি ঠিক নয়, ধোনির টিম সিএসকে-কে নিয়ে।

বেসুরো গেয়ে খ্যাতিলাভ করা ঢিং চ্যাক পূজা এবার পড়লেন ধোনিকে নিয়ে। ধোনি ঠিক নয়, ধোনির টিম সিএসকে-কে নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update

Advertisment

গ্রীষ্মকালেই গান ধরেছিলেন ভীষ্মলোচন শর্মা। আর ভরা গ্রীষ্মেই হচ্ছে আইপিএল। ভীষ্মলোচনের কথা তিনি জানেন কিনা জানা নেই, তবেবেসুরো গেয়ে খ্যাতিলাভ করা ঢিং চ্যাক পূজা এবার পড়লেন ধোনিকে নিয়ে। ধোনি ঠিক নয়, ধোনির টিম সিএসকে-কে নিয়ে। চেন্নাইয়ের জয় কামনা করে গান বেঁধে সুর(!) দিয়ে গেয়ে ফেলেছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই গান শুনে আরও একবার ত্রাহি ত্রাহি রব উঠেছে।

তবে পূজার গানের ফ্যান না থাকুক, ফলোয়ার কম নেই। তাঁর জনপ্রিয়তা তাবড় সেলেবদেরও হার মানায়।তাঁর রকিং স্টাইলে র‌্যাপ বানানোর প্রবল চেষ্টা দেখা গেছে এ ভিডিওতেও। এখানে আবার সম্পাদনার দৌলতে পূজার সাথী হয়েছে পশুরাজ।

Advertisment

এর আগে সেলফি মেনে লে লিয়া, ও দিলও কা স্কুটার গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলন ঢিং চ্যাক পূজা।

viral