New Update
Advertisment
অনেকদিন পর সেই চেনা মহেন্দ্র সিং ধোনিকে দেখা গেল মোহালিতে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রবিবারের মাহি শো'টি-তে ছিল চার-ছয়ের সুনামি। মাহিকে দেখা গেল চেন্নাই দলের ত্রাতা হিসাবে ম্যাচ ফিনিশ করার উদগ্র আকাঙ্ক্ষা। সেসময় গ্যালারিতে সাক্ষী ধোনি এবং চেন্নাই টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে ভারী মজার মুডে দেখা গেল মাহি কন্যাকে। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে। ভিডিওতে দেখুন ঠিক কি বলল জিভা।