Advertisment

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে চিকিৎসক সংগঠনের তৈরি ভিডিওটি দেখুন

চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, ''গত ১ বছর ৬ মাস ৯ দিন অর্থাৎ ঠিক ৫৫৯ দিনে রাজ্যে নিগৃহীত হয়েছেন ১৫১ জন চিকিৎসক অর্থাৎ গড়ে প্রতি সাড়ে তিন দিনে একজন।"

author-image
IE Bangla Web Desk
New Update

শহরে একাধিক চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে সরব চিকিৎসক সংগঠনগুলি। গত কয়েক সপ্তাহ ধরে চলছে একাধিক মিটিং মিছিল। সম্প্রতি একটি ভিডিও বানিয়েছেন তাঁরা। চিকিৎসক সংগঠনের বক্তব্য অনুযায়ী ''গত ১ বছর ৬ মাস ৯ দিন অর্থাৎ ঠিক ৫৫৯ দিনে রাজ্যে নিগৃহীত হয়েছেন ১৫১ জন চিকিৎসক, অর্থাৎ গড়ে প্রতি সাড়ে তিন দিনে একজন। এই ভয়ংকর, দমবন্ধকরা, অসহ পরিস্থিতি নিয়ে জাতীয় আই এম এ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের নিবেদন এই ভিডিওটি।'' সম্পাদনায় ডাঃ কুশল সেন এবং ডাঃ কৌশিক চাকী। ছবি তুলেছেন ডাঃ কৌশিক ঘোষ ।

Advertisment

আরও পড়ুন:  নীলরতনের চিকিৎসকদের নিঃস্বার্থ চেষ্টায় বাঁচল বৃদ্ধার প্রাণ

প্রসঙ্গত, লাগাতার চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে গত সপ্তাহের বৃহস্পতিবার একটি গন কনভেনশনের আয়োজন করেছিলেন ছটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ। এদিন মৌলালী যুবকেন্দ্রে এই বিষয়ে রাজনৈতিক দলের মতামত জানার জন্যই মুলত এই আয়োজন। আলোচনার সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিকিৎসক কৌশিক লাহিড়ি। একাধিক প্রশ্ন তুলে ধরা হয় চিকিৎসকদের তরফে। বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের। বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধিরাই হাজির ছিলেন অনুষ্ঠানে। কংগ্রেসের সুখবিলাস বর্মা, বিজেপি-র সুভাষ সরকার, সিপিএমের মানব মুখোপাধ্যায়, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায় ও এসইউসি-র তরুণ মণ্ডল বক্তব্য রাখেন কনভেনশনে। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের নিগ্রহ নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বানানো হয়েছে।

Advertisment