New Update
এ যেন “ম্যাজিক বক্স।” ছোট্ট বক্সের ভিতরে দেওয়া হচ্ছে সাদা কাগজ। কড়কড়ে নোট ছেপে বের হচ্ছে টাকার নোট। এই দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে টাস্কফোর্স প্রধানের। বন্যপ্রাণী পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে মিলল টাকা ছাপানোর মেশিনের ভিডিও।
Advertisment
গত ২১ শে নভেম্বর নাগরাকাটা থেকে জীবন্ত প্যাঙ্গোলিন সমেত ৫ ভূটানি নাগরিককে গ্রেফতার করে টাস্কফোর্স। এদের মধ্যে ২ জন মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় বনদফত।