Advertisment

ভিডিও দেখলে আঁতকে উঠবেন! বাইকের পিছনে রুদ্ধশ্বাসে ধাওয়া করেছে বাঘ...তারপর?

বাইকের গতি বাড়িয়ে কোনো রকমে বাঘের খপ্পড় থেকে প্রাণে বাঁচেন দুজন। এই ভয়ঙ্কর ঘটনাটি ক্যামেরা বন্দী করেছেন বাইক আরোহী।

author-image
IE Bangla Web Desk
New Update

বাইক নিয়ে প্রাণপণে ছুটছেন বাইক আরোহী, পিছনের আসনে বসে আরেক ব্যক্তি। আর তাঁদের পিছনে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে ধাওয়া করছেন 'তিনি'। এই তিনি হলেন বাঘমামা! ঘটনাটি ঘটেছে কেরালার ওয়ানাড ডিভিশনের ছেতালাথ রেঞ্জে। বাঘে-বাইকে রেসারেসির এই ভিডিও ওয়ানাড় অভয়ারণ্যের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে রবিবার আপলোড করা হয়েছে।

Advertisment

জানা যাচ্ছে, বাইক নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন দুই বন্ধু। পুলপাল্লি-সুলতান বাথেরি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করছিলেন তারা। ঠিক সেই সময় জঙ্গল থেকে ধেয়ে আসে বাঘটি। বাইকের গতি বাড়িয়ে কোনো রকমে বাঘের খপ্পড় থেকে প্রাণে বাঁচেন দু'জন। এই ভয়ঙ্কর ঘটনাটি ক্যামেরা বন্দি করেছেন বাইক আরোহীই। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার নাগালে আসা মাত্রই ভয়ঙ্কর ভাইরালের তকমাও পেয়ে গিয়েছে। দেখুন-

View this post on Instagram

2 wheelers.. #tiger attack.. take care.. Said to have happened today.. At pulpally bathery road Near Pambra #wayanad #kerala #southindia #india . More details will be added when known.. പുൽപ്പള്ളി-ബത്തേരി റൂട്ടിൽ നിന്ന്... റോഡരികിൽ കടുവ ഉണ്ടെന്ന വിവരം ലഭിച്ചതനുസരിച്ച് സൗത്ത് വയനാട് ഡിവിഷനിലെ ചെതലത്ത് റെയ്ഞ്ചിലെ ഇരുളം സ്റ്റേഷനിലെ സ്റ്റാഫ് ഡിപ്പാർട്ട്മെന്റ് വാഹനത്തിൽ പരിശോധിച്ച് വരവെ വട്ടപ്പടി എന്ന സ്ഥലത്ത് വെച്ച് കടുവ മുന്നിലേക്ക് ചാടുകയായിരുന്നു. വീഡിയോ എടുത്തത് ട്രൈബൽ ഫോറസ്റ്റ് വാച്ചർ കേളു.. . #moodygram_kerala #nte_click #featuregram #kerala???? #pixel_dailies #shotoniphone #shotononeplus #shotonpixel #kozhikode #keralagodsowncountry #indianphotography #india_lens #nte_padam #kerala_360 #macro_captures_ #snapseed #_soi #nustaharamkhor #vob #mobile_click #dslrofficial #mobilography #teamcamholders#momentonatgeo

A post shared by Wayanadan (@wayanadan) on

কমেন্ট লাইকের এবং শেয়ারের ঝড়ে ইতিমধ্যে ১ লাখ ভিউ ছাড়িয়েছে ভিডিওটি।

viral
Advertisment