New Update
Advertisment
একদল বাঙালি আছেন, যাঁরা চৈত্রসেলে মন খুলে কেনাকাটা করেন ঠিকই, তবে কোন পয়লায় ঠিক কোন সাল পড়ছে তা জিজ্ঞাসা করা হলে ঘেমে নেয়ে একাকার হয়ে যান। যাঁরা বর্ষার বৃষ্টিতে ব্র্যান্ডেড ছাতা কেনেন, শরতে দুগ্গাপুজোয় শাড়ি-টাড়ি পরে ঘুরতেও যান তবে বাংলায় কটা মাস আছে জিজ্ঞাসা করলে তাঁরা অম্লান বদনে বৈশাখের পর সব্বাইকে টপকে চলে যান ‘হেমন্ত মাসে’। বাংলার সাল, তারিখ, মাস ঋতু ঘেঁটে গুলিয়ে একাকার করে ফেলেন এই বং দলটি। এঁদের কাছেই ঋতু-র নাম জানতে চাইলে বলেন ‘বাঙলাটা নিয়ে ঠিক কালচার নেই দিদি’। আমাদের ক্যামেরায় হদিশ মিলল তেমন কয়েকজনের।