New Update
Advertisment
নরসুন্দরের ভরসায় নেই। নিজের হেয়ারস্টাইল নিজেই গুছিয়ে নিতে পারেন ইনি। দারুণ নৈপুণ্যের সঙ্গে সাবেকি পদ্ধতিতে কাঁচি-চিরুনির যুগলবন্দিতে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার পিছনের চুল কেটে ফেলতে দেখা যাচ্ছে এই ভদ্রলোককে।
সেলুন বা পার্লার থেকে ঘুরে আসার পরেও আমরা অনেকেই চুল কাটিয়ে আসার পর বলি, চুল কেটে এলাম। আক্ষরিকভাবে এ কথা বলার হকদার এই মানুষটির স্বহস্তে কেশকর্তনের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।