Share নিকেতন হৃদয় থেকে হৃদয়ে: অঙ্গ প্রতিস্থাপনে কলকাতায় পুলিশের গ্রিন করিডর মঙ্গলবার রাত ১০.১৫ নাগাদ হৃৎপিণ্ডটি মুম্বই থেকে বিমানে এসে পৌঁছয় কলকাতায়। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশের তৎপরতায় ১০.২২-এ রওনা হয়ে যায় ফোর্টিস হাসপাতালের উদ্দেশ্যে। May 29, 2019 15:45 IST