দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এসে অংশ নিয়ে থাকেন ওড়িশার রথের শোভাযাত্রায়। এদিন ভক্তদের ঢল এগিয়ে চলে রথের সঙ্গে। প্রতিবছরই ঠেলাঠেলি করে রথের দরি টানা ও জগন্নাথ দর্শন করায় মহিত থাকেন ভক্তরা। কিন্তু এ বছর ছবিটা একটু আলাদা। প্রতিবছরেই ভিড়ের জন্য অ্যাম্বুলেন্স যাতায়াতে সমস্যা তৈরি হয়। এবছর যাতে সেই ঘটনার পুনরাবৃ্ত্তি না ঘটে, সেকারণে বিশেষ ব্যবস্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বারোশো স্বেচ্ছ্বাসেবক, ১০টি সংস্থা একঘণ্টার চেষ্টায়, কয়েক লক্ষ লোকের ভীড়ে করিডোর তৈরি করতে দেখা গেছে। যেখান দিয়ে সাইরেন বাজিয়ে ছুটে যায় অ্যাম্বুলেন্স।
রথের দিন পরিকল্পনা মাফিক এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকল ভারত। যে দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই নিমেষে ভাইরাল।
পুরীর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে " মানব করিডোর তৈরি করা হয়েছিল। যাতে সুষ্ঠুভাবে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে।"
1200 volunteers, 10 organizations and hours of practice made this human corridor for free ambulance movement possible during Puri Rath Yatra 2019. pic.twitter.com/zVKzqhzYCw
— SP Puri (@SPPuri1) July 6, 2019