New Update
মুম্বইয়ের সান্দার এক মলে চলছিল ওলে প্রোডাক্ট লঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল কাজল। সরু হিল, পরনে সাদা গাউন। বডি গার্ডদের ঘেরাটোপের মধ্যেই হাঁটছিলেন তিনি। হঠাৎই অঘটন। হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন তিনি। দেহরক্ষীর শার্ট ধরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন অবশ্য, কিন্তু শেষরক্ষা হয়নি। তবে কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ইত্যাদি ছবির দৌলতে কাজলেরর পপাত চ-এর দৃশ্য একেবারে অচেনা নয়। তবে এতদিন সে সবই ছিল চিত্রনাট্য মাফিক। সত্যিই পড়ে গেলে কাজলকে কেমন লাগে, তা এখন দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও-র সৌজন্যে।
Advertisment
তবে স্বস্তির কথা, পা পিছলে গেলেও কোনও অঘটন ঘটেনি। সুস্থই আছেন অজয় দেবগণ ঘরণী।