সহজেই লোন পাশ করিয়ে দেবেন। তার জন্য গ্রাহককে শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেন ব্যাঙ্ক ম্যানেজার। এই প্রস্তাবে বেজায় চটে যান মহিলা গ্রাহক। তারপরই কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসেন ব্যাঙ্কের বাইরে। এতেই শেষ নয়। চেলাকাঠ দিয়ে বেধড়ক মারতে থাকেন তাঁকে। পুলিশে দেবেন বলে হুমকিও দেন । ব্যাঙ্ক ম্যানেজার সে মূহুর্তে হাতজোড় করে কাকুতি মিনতি করলেও খুব একটা লাভ হয় না। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দেবনগরীতে। ইতিমধ্যে এই বেধড়ক মারের ভিডিও ভাইরাল।
বর্তমানে সোশ্যাল মিডিয়া সরগরম হ্যাশট্যাগ মিটু আন্দোলন নিয়ে। তবে এই মহিলা এসবের ধার ধারেন নি। তিনি ঘটনাস্থলেই প্রতিবাদ জানিয়েছেন শারীরিক হেনস্থা করার প্রচেষ্টাকে।
#WATCH Woman in Karnataka's Davanagere thrashes a bank manager for allegedly asking sexual favours to approve her loan (15 October) pic.twitter.com/IiiKbiEgZ9
— ANI (@ANI) October 16, 2018