New Update
Advertisment
কথায় বলে 'স্বভাব যায়না মলে। সময় বাঁচাতে আমরা কত কী না করে থাকি। কখনও সিগন্যাল না মেনেই রাস্তা পার হই তো কখনও ট্র্যাক টপকে প্লাটফর্ম বদল করি, এই সমস্ত বিষয়েই প্রাণের ঝুঁকিকে দুর্ঘটনায় পড়ার আগে অবধি অবলীলায় বুড়ো আঙুল দেখাই। কলকাতা এবং শহরতলিতে ওভার ব্রিজে চড়ার সময় বাঁচাতে রেল লাইন টপকে প্লাটফর্ম বদলানো রোজকার ব্য়াপার। কিন্তু এবার কলকাতা মেট্রোও সাক্ষী রইল এমনই একটি বিচিত্র ঘটনার। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক ডাকা-বুকোর ভিডিও যিনি প্রাণের তোয়াক্কা না করে, মেট্রোর লাইন টপকানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। সেই সময়ই প্লাটফর্মে উপস্থিত এক নাগরিকের ক্য়ামেরা বন্দি হলেন তিনি। ভিডিওটি দেখে মনে হচ্ছে ঘটনাটি পার্ক স্ট্রিট বা মহানায়ক উত্তমকুমার স্টেশনের কোনও একটিতে ঘটেছে।