RG Kar Protest Viral Video: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য সচিবালয় নবান্ন অভিযানের দিন ভাইরাল হয় এক বৃদ্ধের ছবি। হাতে জাতীয় পতাকা, পুলিশের জল কামানের সামনে গেরুয়া পোশাক পরে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মুহূর্তে এই ছবি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কেউ কেউ ছাত্রদের মিছিলে বৃদ্ধকে দেখে প্রশ্ন তুলেছেন, বৃদ্ধ হয়ে তিনি ছাত্র বিক্ষোভে কী করছেন? অনেকেই আবার সেদিন নির্যাতিতার বিচারের দাবিতে জল কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার জন্য ওই বৃদ্ধের প্রশংসাও করেছেন। কেউ কেউ বলেছেন যে তিনি একজন সন্ন্যাসী যিনি ধর্ষণের বিচারের জন্য প্রতিবাদের পথে নেমেছিলেন। অনেকেই বলেছেন, তিনি একজন আরএসএস সদস্য। সেদিনের পর এই 'রহস্য সন্ন্যাসী' সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন।
এখন প্রশ্ন কে এই এই রহস্য সন্ন্যাসী? জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম প্রবীর বোস, তবে তিনি এখন নিজেকে 'বলরাম বোস' বলে ডাকেন। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের তথ্য অনুযায়ী তিনি অতীতে ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। তার ফেসবুক প্রোফাইল ফটোটি ২০১৩ সালে আপলোড করা হয়েছে, তাকে একটি ক্যামেরা, মুখে সিগারেট, ক্লিন শেভড এবং খোলামেলা পোজ দিতে দেখা যাচ্ছে। তবে এখন তিনি দাড়ি রাখেন, জাফরান পোশাক পরেন এবং তার কপালে ধর্মীয় চিহ্ন স্পষ্ট । তার প্রোফাইলে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট রয়েছে যা ABVP-র প্রতি তার সমর্থনকে ইঙ্গিত করে ।
একজন সাধারণ মানুষের বার্তা আমাদের সমাজের প্রতি.....
Posted by Prabir Bose on Wednesday, August 28, 2024
রাতারাতি জনপ্রিয় হওয়ার পর তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বিবৃতি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, "আমি বলরাম বোস। ছাত্রদের এই বিক্ষোভে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই এই আন্দোলন বন্ধ না করার জন্য। অনুগ্রহ করে এই 'জাস্টিস ফর আরজি কর' আন্দোলন চালিয়ে যান।"
তিনি আরও বলেন, সেদিনের ভিডিও ভাইরাল হওয়ার পরে লোকেরা আমার সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন। "কেউ কেউ আমাকে ভিলেন হিসেবে, কেউ একজন 'নায়ক' হিসেবে প্রজেক্ট করছেন। কিন্তু আমি এই আন্দোলনের হাজার হাজার মানুষের মতোই একজন সাধারণ মানুষ। জনগণের কাছে আমার একটাই বার্তা- ন্যায়বিচারের জন্য এই আন্দোলন চালিয়ে যান।" পাশাপাশি তিনি মঙ্গলবারের সংঘর্ষে আহত পুলিশ কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। "কিন্তু মনে রাখবেন, এই আন্দোলনকে ম্লান হতে দেবেন না, 'জাস্টিস ফর আরজি কর'।"
নবান্ন অভিযানের দিন ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "পুলিশকে চুড়ি পরে ঘরে বসে থাকা উচিত। তাদেরও মা-বোন আছে"। তিনি আরও বলেন, "আমরা এখানে এসেছি। নারীদের নিরাপত্তার দাবিতে। আমরা অস্ত্র হাতে কোন মিছিল করতে আসেনি। জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নিয়েছি"।
#WATCH | Kolkata: Balram Bose, who took part in the 'Nabanna Abhiyan' march yesterday, says, "The agitation was called by students but it was said that one individual from every household should join it. I too have women in my house. So, we should be concerned for their safety.… https://t.co/25ejt95Dd8 pic.twitter.com/trqbGREtGa
— ANI (@ANI) August 28, 2024
ছাত্রদের বিক্ষোভে তিনি কী করছেন তা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। এর প্রতিক্রিয়ায় মিস্টার বোস সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "বিক্ষোভটি ছাত্রদের তরফে আয়োজন করা হলেও আমার বাড়িতে, আমার পরিবারে মহিলা রয়েছে। এবং আমি তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই আমি অনুভব করেছি। আমাকে অবশ্যই এই প্রতিবাদে যোগ দিতে হবে।" তিনি বলেছেন, "আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে আমাদের কণ্ঠ নবান্নে পৌঁছাতে হবে। আমি এর জন্য মরতেও প্রস্তুত ছিলাম। আমি পুলিশকে আমাদের সঙ্গে যোগ দিতে বলেছিলাম।"