হঠাৎই ধাক্কা লেগে হাত থেকে পড়ে গেল কফি কাপ। তা দেখে সবাই হতচকিত। অন্যদের সম্বিৎ ফিরতে না ফিরতে নিজেই সাফ করতে বসলেন মেঝে। মার্ক রুটের এই গোটা ভূমিকা ক্যামেরাবন্দি করেছিলেন সেখানে উপস্থিত এক ব্যক্তি। সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Sometimes Prime Minister can do the job of a sweeper but not in our part of the world only Mark Rutte the Prime Minister of Netherlands can act as a sweeper I am impressed by his humbleness and that's why he is very popular in Dutch people pic.twitter.com/Kdjiue4r0i
— Hamid Mir (@HamidMirPAK) June 5, 2018
ঘটনাটি ৫ জুনের। ডান হাতে কফির কাপ বাঁ হাতে ফাইল, কথা বলতে ব্যস্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। সিকিউরিটি গেটের কাছে আচমকাই হাত থেকে পড়ে যায় কফির কাপ। হাতে রাখা দরকারি ফাইল সিকিউকরিটি গেটের ওপর রেখে মেঝে থেকে তুলে নেন কাপটি। প্রধানমন্ত্রীকে মেঝে পরিষ্কার করতে দেখে হাঁ হাঁ করে ছুটে এলেন সাফাইকর্মী। কিন্তু তাঁকে নিরস্ত করে নিজেই কাজটুকু সেরে ফেললেন তিনি। গোটাটা দেখুন ভিডিওয়।
এর আগে সাইকেল চালিয়ে মার্ক রুটের অফিস যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গতবছর এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাইকেল উপহারও দিয়েছিলেন তিনি।
Thank you @MinPres@markrutte for the bicycle. pic.twitter.com/tTVPfGNC9k
— Narendra Modi (@narendramodi) June 28, 2017