মুম্বই ইন্ডিয়ান্সের জেতার পিছনে কি কালাযাদু? দেখুন ভাইরাল ভিডিও

এ খবর সকলেরই জানা যে বুধবার ক্রিকেটের নন্দনকাননে মুখ পুড়ছে কলকাতা নাইট রাইডার্সের। সেদিন মোটা রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল মুম্বই। এর পিছনে কি রয়েছে কালাযাদু নাকি শুধুই অন্ধবিশ্বাস ?

এ খবর সকলেরই জানা যে বুধবার ক্রিকেটের নন্দনকাননে মুখ পুড়ছে কলকাতা নাইট রাইডার্সের। সেদিন মোটা রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল মুম্বই। এর পিছনে কি রয়েছে কালাযাদু নাকি শুধুই অন্ধবিশ্বাস ?

author-image
IE Bangla Web Desk
New Update

গত ৯ তারিখ কলকাতার সঙ্গে খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। এ খবর ইতিমধ্যেই সকলেরই জানা যে বুধবার ক্রিকেটের নন্দনকাননে মুখ পুড়ছে কলকাতা নাইট রাইডার্সের। সেদিন মোটা রানের ব্যবধানেই ম্যাচ জিতেছে মুম্বই। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স সেদিন ১০২ রানে হারিয়ে কয়েকধাপ পিছিয়ে দিয়েছে দীনেশ কার্তিকের কলকাতাকে। কিন্তু এই রুদ্ধশ্বাস ম্যাচের মূহূর্তের ছবির চেয়েও সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল নিতা আমবানির একটি ভিডিও। ভিডিওটির নিচে একাধিক কমেন্টে অনেকের দাবী কালাযাদুর জেরে সেদিন নাকি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে কারোর বিশ্বাস তারকারাও ও আসলে অনেক কুসংস্কারে বিশ্বাসী ?
গতবছরে আইপিএলে পুনেকে হারিয়ে চ্যাম্পিয়ান ছিল মু‌ম্বই। সেদিন মাঠে বসে বারংবার প্রার্থনা করে খবর হয়েছিলেন নিতা আম্বানির মা।

Advertisment

সম্প্রতি ভাইরাল এই ভিডিও দেখে আন্দাজ করাই যায়, সেলেব হয়েও নিতা আম্বানি নিজে অসম্ভব রকমের ধর্মভীরু মানুষ।

cricket IPL 2018 Mumbai Indians Kolkata Knight Riders nita ambani