New Update
চাইনিজরা যে উদ্ভট খাবার খেতে অভ্যস্ত তা আর বলার অপেক্ষা রাখে না। কাঁচা হোক বা জ্যান্ত পোকা-মাকড় সব রকমের খাবার খেতে তারা বেশ পারদর্শী। কিন্তু সব দিন কী আর ভালো যায়? এক চাইনিজ মহিলা এক জ্যান্ত অক্টোপাস খাওয়ার সাহস দেখিয়েছিল, সঠিকভাবে ধরে যেই না কামড় বসাতে যাবে, সঙ্গে সঙ্গে অক্টোপাস নিজের রক্ষা করতে পেঁচিয়ে ধরে মহিলার মুখ। প্রায় মিনিট দুয়ের চেষ্টায় ছাড়াতে পারে অক্টোপাসকে। কিন্তু অক্টোপাসের থেকে ছাড়া পেতে কাল ঘাম ছুটেছে মহিলার। সমগ্র ঘটনাটি ভিডিও বর্তমানে ভাইরাল নেটিজেনদের হাতে।
Advertisment
Read the full story in English