Advertisment

ভাঙড়ে ভোটে অশান্তি- দেখুন ভিডিও

আরাবুলহীন ভাঙড়েও সন্ত্রাসে অভিযুক্ত তৃণমূল। সংবাদমাধ্যমের গাড়িতে হামলার অভিযোগ। ভোটের দিনেও রাস্তা আটকে বিক্ষোভে বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update

নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে হাঁটতে গিয়ে বিরোধী সমর্থক খুন, আরাবুল গ্রেফতার, তার বাড়ির পিছনে তাজা বোমা উদ্ধার, এসব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন শুরুর ঠিক আগে সকলের নজরে চলে এসেছে ভাঙড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান এ অঞ্চলে কী ভাবে লাগু করা যায়, তা নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল সব মহলেই।

Advertisment

এদিন সকাল থেকেই ভাঙড়ে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটসহ বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করে। ভোটারদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না এমন ঘটনাও চোখে পড়েছে সাংবাদিকদের।

এর আগে ভোট শুরুর কিছুক্ষণ পরেই একটি সংবাদমাধ্যমের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে।

সকালেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষ বাধে জমি, জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্য-সমর্থকদের।

এর পরেই বিরোধীরা ভাঙড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বেশ কিছু জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভের জেরে পুলিশ ঢুকতে বাধা পেলেও, আলোচনার পরে এলাকায় ঢোকে পুলিশ ভ্যান।

বুথে বিরোধী এজেন্ট নেই, জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

Bhangar panchayat election
Advertisment