Advertisment

ভীড় ট্রেনে কাঁধের কাছে নিশ্বাস ফেলছে সাপ

author-image
IE Bangla Web Desk
New Update

Advertisment

অফিস টাইমের ট্রেনে ভীড় গাদাগাদি, এদিকে বাইরে অঝোরে বৃষ্টি, ট্রেন বজায় রেখেছে নিজের গতি। সবার মনোযোগ নিজের ফোনে, কেউ কেউ কানে ইয়ার ফোন গুঁজে মেতেছেন বৃষ্টির মেজাজে, আবার কেউ টেস্ট ম্যাচের গল্পে মশগুল। এমন সময় চিল চিৎকার। বেঁধে গেল হই হট্টগোল। কিন্তু কেন? কাঁধের কাছে ঝুলছে এক মস্ত বড় সাপ। কখন সে মক্কেল ট্রেনে চড়েছেন কারোর জানা নেই। এদিকে ভীড় এড়ানো দায় প্রাণে বাঁচতে একে ওপরের গায়ে ওঠার ধুম। গোটা ট্রেন জুড়ে শুরু হয় আতঙ্ক।

ঘটনাটি ঘটেছে সকাল ৮.৩৩ মিনিটে মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে। ট্রেনে থাকা এক যাত্রী ঘটনাটি রেকর্ড করেছেন তাঁর ফোনে। বর্তমানে সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল নোটওয়ার্কিং সাইটে। ভিডিওতে দেখা যাচ্ছে, যে সে সাপ নয়, প্রায় ৩ ফিটের সবুজ ভাইন সাপ। তবে ভাগ্যের কথা, মারাত্মক বিষাক্ত নয় এই সাপ। মূলত ছোট পোকামাকড় ও ব্যাঙের শিকার করে থাকে।

Advertisment