New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/27/UWVOOLJ5YHpEBnCM1bto.jpg)
চাকরির আশায় লাইনে দাঁড়িয়ে ৩,০০০ ইঞ্জিনিয়ার, আত্মনির্ভর ভারতের বেআব্রু ছবি Viral Photograph: (ফাইল চিত্র)
চাকরির আশায় লাইনে দাঁড়িয়ে ৩,০০০ ইঞ্জিনিয়ার, আত্মনির্ভর ভারতের বেআব্রু ছবি Viral Photograph: (ফাইল চিত্র)
Pune Junior Developer Walk-in Interview: ১০০ জুনিয়র ডেভেলপারের ওয়াক-ইন ইন্টারভিউতে চাকরির আশায় লাইনে দাঁড়িয়ে ৩,০০০ ইঞ্জিনিয়ার! চাকরির বাজারের ভয় ধরানো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশ জুড়ে বেকারত্ব আকাশছোঁয়া। এর মাঝে সামনে এসেছে চোখ কপালে তোলার মত ছবি। পুনেতে আইটি চাকরিতে দিনে দিনে বাড়ছে প্রতিযোগিতা।
ये इंजीनियर्स हैं।
— Govind Pratap Singh | GPS (@govindprataps12) January 26, 2025
जो वॉक-इन इंटरव्यू के लिए कतार में खड़े हैं।
📍 पुणे pic.twitter.com/pJKG3SZP1J
১০০ জুনিয়র ডেভেলপারের ওয়াক-ইন ইন্টারভিউয়ের লাইনে দাঁড়িয়ে ৩ হাজার ইঞ্জিনিয়ার। এই ছবি ফের আত্মনির্ভর ভারতের বে আব্রু চিত্রটা সমাজের সামনে তুলে ধরেছে।
পুনেতে ইঞ্জিনিয়ারিং চাকরির জন্য একটি ওয়াক-ইন ইন্টারভিউয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাতে ভারতের আইটির চাকরির বাজারের বেহাল ছবি ফুটে উঠেছে। জুনিয়র ডেভেলপারের ১০০টি পদের জন্য কোম্পানির বাইরে দাঁড়িয়ে থাকা দেখা গিয়েছে ৩ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার।
How bad is the job market!
— Ravi Handa (@ravihanda) January 25, 2024
3000 people lined up outside an IT company in Hinjewadi, Pune for a walk-in drive to hire a junior developer. pic.twitter.com/A3MzHYj41r
এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটিজেনরা এই ভিডিও ভাইরাল হতেই তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, কঠোর পরিশ্রম এবং শিক্ষার হাজারো ডিগ্রি থাকা সত্ত্বেও বিপন্ন ভবিষ্যৎ।