Advertisment

পদত্যাগের চিঠি দিয়েই সিনেমা হলে পপকর্ন হাতে রাহুল

স্বয়ং রাহুল গান্ধিকে সিনেমা হলের পাশের সিটে বসে থাকতে দেখে রীতিমত শোরগোল বেঁধে যায়। সিনেমা দেখতে আসা এক দর্শক রাহুল গান্ধীর ভিডিও করে সেটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

author-image
IE Bangla Web Desk
New Update

গত ৩ জুলাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছিলেন “আমি আর কংগ্রেস সভাপতি নই, এবার বিকল্প সিদ্ধান্তে আসুক দল”। আর সেদিনই তাঁকে দেখা যায়, নিউ দিল্লির চানক্যপুরি এলাকার পিভিআর সিনেমা হলে। 'আর্টিকেল ১৫' দেখতে গিয়েছিলেন রাহুল। স্বয়ং রাহুল গান্ধিকে সিনেমা হলের পাশের সিটে বসে থাকতে দেখে রীতিমত শোরগোল বেঁধে যায়। সিনেমা দেখতে আসা এক দর্শক রাহুল গান্ধীর ভিডিও করে সেটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ব্যাস্, নিয়ম মেনে ভাইরাল। রাহুল গান্ধী সাদা টি-শার্ট পরে, আমজনতার মত সাধারণ চেয়ারে বসে, হাতে পপ্ কর্ন নিয়ে 'আর্টিকেল ১৫' এর গল্পে মজেছিলেন বুধবার।

Advertisment

আরও পড়ুন: বল আগলে পাকা খেলোয়ারের মত ফুটবল খেলছে গরু

লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ ঘিরে জল্পনা চলছিল। রাহুল একাধিকবার জানিয়েছেন দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি, কিন্তু সেই ইস্তফা গৃহীত হয়নি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। সংবাদসংস্থা এএনআই কে রাহুল বলেন, “আর দেরি না করে বিকল্প নিয়ে অবিলম্বে সিদ্ধান্তে আসা দরকার দলের। আমি আমার ইস্তফা জমা দিয়ে দিয়েছি। এখন আর দলের সভাপতি নই। সিডব্লিউসি-র অবিলম্বে বৈঠক ডেকে নতুন সভাপতি নিয়োগ করা উচিত”।

rahul gandhi
Advertisment