New Update
রানু মন্ডলের মেকওভার নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া। চলছে মিমের ঝড়। প্রফেশনাল মেকআপ আর্টিস্টের হাতে কোচকানো চামড়া, উসকো খুসকো চুল, সমস্তটাই উধাও। শনিবার সন্ধ্যে থেকেই সোশাল মিডিয়ার ময়দানে বুলেটের গতিতে ভাইরাল হচ্ছেন রানু মন্ডল। এবার গান নয়, র্যাম্পে হেঁটেছেন তিনি। কিন্তু কীভাবে তিনি সেজে উঠলেন? তার নেপথ্য কাহিনির ভিডিও এবার প্রকাশ্যে।
Advertisment
ভিডিওতে দেখা যাচ্ছে, আইশ্যাডো, লিপস্টিক, ফেস পাউডার, আর নিঁখুত তুলির টানে মেকআপ আর্টিস্ট সন্ধ্যার হাতে ধীরে ধীরে ভোল বদলাচ্ছে রানু মন্ডলের। সেই মেকআপের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অতীন্দ্র (রানু মন্ডলের ভিডিও যিনি প্রথম তৈরি করেন)।