New Update
Advertisment
দক্ষিণ-পূর্ব দিল্লির সারিতা বিহার এলাকায় গত রবিবার ভোরে প্রায় ৫০ টি রোহিঙ্গা রিফিউজি পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাতারাতি আগুন না নেভানোয় অধিকংশ এলাকার সবকিছুই প্রায় পুড়ে যায়। দুপুর তিনটে আটত্রিশ নাগাদ দিল্লি ফায়ার সার্ভিসে খবর গেলে ১১টি দমকল এসে পৌছায় ঘটনাস্থলে। তিনঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিএফএস।