ডান্স ফ্লোরে যিনি নেচে মাত করছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ই তো? দেখুন ভিডিও

কোমরের বিভঙ্গে যিনি মাত করছেন ফ্লোর, তিনি বাঙালির মহারাজ, দুনিয়ার দাদা, এমনটাই দাবি। একটি ফেসবুক পেজ থেকে এ ভিডিও শেয়ার করা হয়েছে।

কোমরের বিভঙ্গে যিনি মাত করছেন ফ্লোর, তিনি বাঙালির মহারাজ, দুনিয়ার দাদা, এমনটাই দাবি। একটি ফেসবুক পেজ থেকে এ ভিডিও শেয়ার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update

পরনে অরেঞ্জ শার্ট আর ব্ল্যাক প্যান্ট। আপাদমস্তক ফর্ম্যালওয়্যারেই ডান্স ফ্লোরে আগুন লাগাচ্ছেন এক জন। টার্ন টেবিলে হাত ঘুরিয়ে পার্টি মুড সেট করতে ডিজে তখন বাজাচ্ছেন দেশি বয়েজের সুপারহিট গান সুবাহ হোনে না দে।
কোমরের বিভঙ্গে যিনি মাত করছেন ফ্লোর, তিনি বাঙালির মহারাজ, দুনিয়ার দাদা, এমনটাই দাবি। একটি ফেসবুক পেজ থেকে এ ভিডিও শেয়ার করা হয়েছে। উদ্দাম নাচের সে ভিডিওটি রইল এখানে।

Advertisment
Sourav Ganguly viral