New Update
ভিক্ষে নয়, পসরা নিয়ে জিনিস বিক্রি করতে এসেছিল এক খুদে। তবে বদলে বেধড়ক মার খেতে হল তাঁকে। দক্ষিণ কলকাতার একটি রেস্তোরার সামনের ঘটনা। রেস্তোরাঁ চত্বরে বসেছিলেন কয়েকজন মহিলা। একটি ছোটো ছেলে কিছু জিনিস বিক্রি করতে আসে তাঁদের সামনে। মহিলারা বিরক্ত হয়ে মারতে উদ্যত হন ওই হকারকে।
Advertisment
রেস্তোরাঁর ম্যানেজার এসে মারতে শুরু করে ওই খুদেকে। ঘটনাস্থলে উপস্থিত দুজন বাধা দিতে এলে তাঁদের সঙ্গেও বচসা বাধে ম্যানেজার এবং ওই মহিলাদের। যাঁরা শিশুকে মারে বাধা দিতে গিয়েছিলেন, তাঁরা ভিডিও রেকর্ড করেছেন ক্রন্দনরত শিশুর বয়ানের।