টিকটক, নাচছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী, উত্তাল নেটপাড়া

কেউ কেউ নীতি দেবকে আরও একবার ভিডিও আপলোড করার জন্য অনুরোধ করেছে, অনেকে আবার ডান্সিং গার্ল বলে সম্বোধন করেছেন।

কেউ কেউ নীতি দেবকে আরও একবার ভিডিও আপলোড করার জন্য অনুরোধ করেছে, অনেকে আবার ডান্সিং গার্ল বলে সম্বোধন করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update

টিকটকে মজেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেবের স্ত্রী নীতি দেব। সেই ভিডিওই নেট নাগরিকদের এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। বুধবার টিকটক অ্যাপে নিজের আবেগকে ব্যক্ত করতে গানের সঙ্গে নেচেছেন তিনি। এদিন, সেই ভিডিও আবার ফেসবুকেও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।

Advertisment

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সুন্দর পোশাক পরে বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে 'লুকা ছুপি' ছবির 'দুনিয়া' গানেতে মজেছেন নীতি। ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরালের তকমা পেয়েছে। ভিডিওকে কেন্দ্র করে উঠেছে কমেন্টের ঝড়। কেউ কেউ নীতি দেবকে আরও একবার ভিডিও আপলোড করার জন্য অনুরোধ করেছে, অনেকে আবার ডান্সিং গার্ল বলে সম্বোধন করেছেন।

বিপ্লব কুমার দেবের ২০১৮ সালের ভোট প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

viral