Advertisment

Video: গরমে শিম্পাঞ্জির জলকেলি!

গরমে হিমশিম আলিপুর চিড়িয়াখানার শিম্পাঞ্জিও। চাঁদিফাটা রোদে সকালে দৌড়-ঝাঁপের পরই জলে গা ডুবিয়ে রাখল সে।

author-image
IE Bangla Web Desk
New Update

src="https://www.youtube.com/embed/SmVDHuaC3WI" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

Advertisment

উফ! কী গরম...সকাল থেকেই খেলে চলেছে ও। খেলতে খেলতে হাঁফিয়ে গেছে। যে হারে গরম পড়েছে, বাপ রে বাপ! কড়কড়ে রোদে দৌড়-ঝাঁপ করতে করতে তো ওর ছোট্ট শরীরও ওষ্ঠাগত। তাই অগত্যা দেরি না করে ঝপাং! এই গরমে শান্ত জলে গা ভিজিয়ে নিলে মন্দ হয় না। একবার দৌড়োদৌড়ি করেই জলে গা ডুবিয়ে নিল আলিপুর চিড়িয়াখানার ওই শিম্পাঞ্জিটি। সক্কাল সক্কাল স্নান সারতেই সে কী স্বস্তি। যা গরম পড়েছে তাতে যে দিনে বেশ কয়েকবার ওই জলে ঝপাং দেবে ও, তা আন্দাজ করাই যায়।

chimpanzee alipore zoo summer
Advertisment