New Update
কানের ভিতর অনেকদিন ধরেই অস্বস্তি বোধ করছিলেন এক চাইনিজ ব্যাক্তি। ব্যথাও শুরু হয়। অগত্যা ডাক্তারের কাছে যেতে বাধ্য হন তিনি। কিন্তু সেখানে প্রাথমিক পরীক্ষার ফলাফল দেখে রীতিমতো শিউরে ওঠেন ডাক্তার। কানের ভিতর রাজত্ব করছে বিষাক্ত মাকড়সা।
Advertisment
কান জুড়ে জাল বিছিয়ে বসবাস শুরু করেছে মাকড়সা। কানের ক্যানেলে ঘুরপাক খাচ্ছে সে। খানিক প্রচেষ্টায় বার করে আনা যায় মাকড়সাকে, পরীক্ষা করে দেখা হয়, কানের ভিতর সেরকম কোনো সংক্রমণ হয়নি তার। ভিডিওটি সোশাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়ে যায়।
Read the full story inEnglish