Viral : যাকে বলে মেসির পাগল ফ্যান!

বাংলাদেশের এক মেসি প্রেমী খুদের তোপ নেইমার প্রমীদের দিকে। কী বলছে সে ? সম্প্রতি তারই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদেশের এক মেসি প্রেমী খুদের তোপ নেইমার প্রমীদের দিকে। কী বলছে সে ? সম্প্রতি তারই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update

সামনেই বিশ্বকাপ, মাঝে আর মাত্র কয়েকটা দিন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের মধ্যে শুরু হয়ে গিয়েছে কাদা ছেটানো। বাংলাদেশের এক মেসি প্রেমী আর্জেন্তাইন খুদের তোপ নেইমারের দিকে। তাঁর মতে নেইমারকে জন্ম দিয়েছেন এলএমটেনই। তারই ভিডিও এই মুহূর্তে  ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর্জেন্তিনা ফ্যানদের তা বেশ মন কেড়েছে। এই খুদের মেসির প্রতি যে ভালোবাসা সেটাই ভিডিওটির মূল আকর্ষন। দেখে নিন একবার। বলাই যায় বিশ্বকাপের ফিভার চড়তে শুরু করে দিয়েছে।

Advertisment
Argentina Bangladesh Lionel Messi