New Update
Advertisment
ছোটবেলা থেকে ফুটবল বলতে আমরা চামড়ার বলকেই বুঝি। কোথাও খেলা হয় রবার বা প্লাস্টিকের তৈরি বলেও। কিন্তু আগুনের গোলা নিয়ে ফুটবল খেলা কখনও দেখেছেন? ফুটবলে দাউ দাউ করে আগুন জ্বলছে। মাঠে রয়েছে ১০ জনের টিম। প্রত্যেকে মরীয়া হয়ে বল কেড়ে নিতে চাইছে অন্যের পা থেকে। আগুনের ছেঁকা যে লাগছে না এমনটা একেবারেই নয়। তবুও মরণ খেলায় মেতে রয়েছেন এই খেলোয়াড়রা। এক জনের পা থেকে অন্যজনের পায়ে পাস করে দিচ্ছে বল। গোল ও হচ্ছে মাঝেমধ্যে। সম্প্রতি এমনই এক আগুনে খেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।