আগুন নিয়ে খেলা: দেখুন কীভাবে জ্বলন্ত ফুটবল নিয়ে জমে উঠেছে খেলা! দেখুন ভিডিও

কথায় আছে আগুন নিয়ে খেলো না। কিন্তু তা কেবলই কথার কথা। খেলার পৃথিবীতে যা ভয়ঙ্কর তাই সুন্দর, তাই আর একবার প্রমাণ করল এই আগুনে ভিডিও।

কথায় আছে আগুন নিয়ে খেলো না। কিন্তু তা কেবলই কথার কথা। খেলার পৃথিবীতে যা ভয়ঙ্কর তাই সুন্দর, তাই আর একবার প্রমাণ করল এই আগুনে ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update

ছোটবেলা থেকে ফুটবল বলতে আমরা চামড়ার বলকেই বুঝি। কোথাও খেলা হয় রবার বা প্লাস্টিকের তৈরি বলেও। কিন্তু আগুনের গোলা নিয়ে ফুটবল খেলা কখনও দেখেছেন? ফুটবলে দাউ দাউ করে আগুন জ্বলছে। মাঠে রয়েছে ১০ জনের টিম। প্রত্যেকে মরীয়া হয়ে বল কেড়ে নিতে চাইছে অন্যের পা থেকে। আগুনের ছেঁকা যে লাগছে না এমনটা একেবারেই নয়। তবুও মরণ খেলায় মেতে রয়েছেন এই খেলোয়াড়রা। এক জনের পা থেকে অন্যজনের পায়ে পাস করে দিচ্ছে বল। গোল ও হচ্ছে মাঝেমধ্যে। সম্প্রতি এমনই এক আগুনে খেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

publive-imagepublive-image

viral