জীবনের ঝুঁকি নিয়ে মারণ খেলায় মত্ত- দেখুন ভাইরাল ভিডিও

মাটির মধ্যে শরীরের উর্ধ্বাঙ্গের অর্ধেক ঢুকিয়ে দেবেন এই মানুষটি। মাটি চাপা দেওয়া অবস্থায় তাঁর শূন্যে থাকা পা নড়তে থাকবে। দেখুন ভিডিও।

মাটির মধ্যে শরীরের উর্ধ্বাঙ্গের অর্ধেক ঢুকিয়ে দেবেন এই মানুষটি। মাটি চাপা দেওয়া অবস্থায় তাঁর শূন্যে থাকা পা নড়তে থাকবে। দেখুন ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update

Advertisment

সামনে অনেক দর্শক। তাঁদের কাছে নিজস্ব ভঙ্গিতে কথা বলে চলেছেন তিনি। সামনে একটা ফুটবল। কথা শেষে শুরু হবে খেলা। যে খেলা খেলতে হবে প্রাণ হাতে নিয়ে। খেলা শুরুর আগে দুজন সঙ্গীকে বুঝিয়ে দিচ্ছেন, কেমনভাবে তাঁকে সাহায্য করতে হবে। এ সাহায্যটুকু না পেলে ঘটে যাবে ভয়ংকর বিপদ। একটু এদিক ওদিক হলেই প্রাণ চলে যাবে।

মাটির মধ্যে শরীরের উর্ধ্বাঙ্গের অর্ধেক ঢুকিয়ে দেবেন এই মানুষটি। মাটি চাপা দেওয়া অবস্থায় তাঁর শূন্যে থাকা পা নড়তে থাকবে।

Advertisment

স্রেফ জীবিকার দায়েই সম্ভবত এ খেলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ভিডিওটি দেখুন।

তবে নিজেরা এ খেলা দেখানোর চেষ্টা করবেন না। মজা করতে গিয়ে বা চ্যালেঞ্জ নিতে গিয়ে ভয়াল বিপদ ঘটতে পারে।

kolkata