খুদের বয়স বারো। নাম আর্য বনিক। সম্প্রতি রাম ভজনে ব্যস্ত সেই খুদের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টিনেজার হয় নি এখনো, কিন্তু কন্ঠের মধ্য়ে রয়েছে অদ্ভুত প্রতিভা। নিউ জলপাইগুড়ির বাসিন্দা আর্য, কোনো রিয়ালিটি শোতে তাকে দেখা না গেলেও তাঁর কন্ঠ ইতিমধ্যে বেশ জনপ্রিয়। ২৬ জুন দিল্লি যাচ্ছে লাইভ শো করতে এই ছোট্ট খুদে। আর আপনি কি শুনেছেন আর্যর গলায় কল্সিকাল গান?
একটি নয়, বেশ কয়েকটি গানের ভিডিও ইতিমধ্য়েই মন কেড়েছে দর্শকদের। সম্প্রতি ভাইরাল ভিডিওটিতে পাশে একনাগাড়ে বেজে চলেছে তানপুরা। আর সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে 'রসনারে তু' গাইছে আর্য। ভিডিওটি না দেখার জন্য স্ক্রল করে যেতে বেগ পেতে লাগবে বলাই বাহুল্য। শুধু ফেসবুকেই নয়, ইউটিউবেও রয়েছে এই খুদের গাওয়া আরও বেশ কিছু গান। 'ইয়াদ পিয়া কি আয়ে', 'বাজে রে মুরলিয়া বাজে'-সহ তার গানের তালিকায় রয়েছে ক্লাসিকাল গানের সম্ভার। ভালো তালিম না পেলে এমনটা হতে পারে না বলে অনেকের দাবি। কিন্তু ভালো তালিমই কি শেষ কথা? আর্য কন্ঠে ১২ বছর বয়সেই যে মাহাত্ম্য তা শুধু তালীমের জোরেই সম্ভব নয়।