গাড়ির সামনের কাচে ফণা তুলছে সাপ। তারপর তাকে কায়দা করে ফেলে দেওয়া হয় গাড়ি থেকে। ৫২ সেকেন্ডের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হতেই তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। চলন্ত গাড়িতে বিশালাকার সাপ দেখে ঘাবড়ে না গিয়ে দ্রুততার সঙ্গে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছেন গাড়ি চালক।
ঘটনাটি ঘটেছে মিসৌরির কানসাস শহরে। দুই ব্যক্তি গাড়ি করে যাওয়ার সময় তারা খেয়াল করেন, তাদের গাড়ির পাশ থেকে সামনের দিকে যাওয়া চেষ্টা করছে একটি বৃহৎ সাপ। তবে তিনি কোথা থেকে হঠাৎ আবির্ভাব হলেন তা জানা যায়নি। বেশ কিছুক্ষণ ধরে গাড়ির সামনের কাচে ফণা তুলে দাঁড়িয়ে ছিলেন সাপ বাবাজি। এমন সময় চালক বুদ্ধি করে গাড়ির ওয়াইপার চালু করে দেয়। যার ধাক্কায় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় সাপটি।
Is it legal to hitchhike in Kansas City? Asking for a (snake) friend. pic.twitter.com/uYrtUfDnIP
— USA TODAY (@USATODAY) June 28, 2019