Advertisment

খুদের মনোমুগ্ধকর বাঁশির সুরে মুগ্ধ সোশ্যাল মিডিয়া; দেখুন ভিডিও

বেঙ্গালুরু থেকে ট্রেন দৌড়োচ্ছে হাওড়ার দিকে। এসময় বাঁশি বাজিয়ে সকলের মন কাড়ল এই খুদে। দেখুন তারই ভিডিও

author-image
IE Bangla Web Desk
New Update



খুদেটির নাম অনির্বাণ। বেঙ্গালুরু থেকে বাবা মায়ের সঙ্গে ট্রেনে করে কলকাতা আসছিল সে। এরই মাঝে ট্রেনের বাকি যাত্রীর আবদারে বাঁশি বাজাতে হয় তাকে। ওর বাঁশির সুরে চমৎকৃত হয়ে একে একে ট্রেনের সকলেই ভিড় জমায় তার কাছে। অনির্বাণের বাঁশির সুর শুনে মুগ্ধ ট্রেনবাসী আরও উৎসাহ দিতে তারাও তালে তালে বাজাতে থাকে সিট। সেসময়ই একজন সেই মুহুর্তটি বন্দী করেন ফোন  ক্যামেরায়। ওর সেই বাঁশির সুর মন কেড়েছে সোশ্যাল মিডিয়ার বহু মানুষেরও। অগত্যা ভাইরাল হয়েছে সেই ভিডিও।

viral
Advertisment