বিচিত্র এ ভারত এ কথা কারোরই অজানা নয়। ভারতের সংস্কৃতি ও বহু মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে সমোলচনা হয়েই থাকে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে একটি উদ্ভট ঘটনা ঘটেছে কানপুর রেলওয়ে স্টেশনে। চলন্ত সিঁড়ির উল্টো দিক দিয়ে নামার চেষ্টা করেন এক পরিবার। তবে সে চেষ্টা যে বিফলে যায় এমটাও কিন্তু নয়। তরতর করে নেমে আসেন তিনি। স্বভাবতই যতবারই তারা নেমে আসেন ততই ওপরে উঠতে থাকেন। তবুও হাল ছাড়েননি তাঁরা , অবশেষে কষ্ট করে হলেও পার করতে পেরেছে চলন্ত সিঁড়িটি।
১.০৯ মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মধ্য়বয়স্ক মানুষ ধুতির কাছা গুটিয়ে খুব সহজেই নেমে আসেন সিঁড়ি দিয়ে। ভুল করছেন জেনেও হাসিখুশি মুখেই বীরত্ব দেখান তিনি। তাঁকে দেখে অগত্যা তাঁর স্ত্রীও মাথায় ঘোমটা দিয়ে সেই পথেই হাঁটেন। কিন্তু স্বামীর মত পটু না হওয়ায় তাকে নামাতে সাহায্যে নেমে আসেন এক যুবক। তবে যুবকটিও যে তাকে অন্যদিকে নিয়ে গিয়ে সঠিক পথে নিয়ে গেলেন এমনটাও নয়। তিনিও সেই উল্টো দিক দিয়েই মহিলাকে নামতে সাহায্য করলেন। দেশ প্রযুক্তি গত ভাবে যতই উন্নতি করুক না কেন, আজও দেশের কিছু মানুষ সেসবের সঠিক ব্যবহার শিখে উঠতে পারেননি। তারই নজির মিলল সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার একটি ভাইরাল ভিডিওতে।